গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি জানতে পেরে সেখানে গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী অবস্থান নেন । পরে সেখানে যায় সেনাবাহিনী। তাদের সহায়তায় চিকিৎসাধীন দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়।
এর আগে, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে গণঅধিকার পরিষদ।