ডিবি সদস্যরা সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না। আয়নাঘর বলতে ডিবিতে কোনো কিছু থাকবে না। এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার ( ৬ জানুয়ারি) দুপুরে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সাদা পোশাকে গ্রেপ্তারে বিষয়ে উপদেষ্টা বলেন, গ্রেপ্তারের সময় ডিবি সদস্যদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। তারা আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবে না। এমনকি উপদেষ্টা নিজেও যদি আইনের বাইরে গিয়ে কোনো বেআইনি নির্দেশনা দেন সেটা তারা মানবে না বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আজকে ডিবি কার্যালয়ে রুটিন ভিজিটে এসেছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক। তবে আরও উন্নতি কিভাবে করা যায়, সেটাই এখন মূল লক্ষ্য, সেটা নিয়েই আলোচনা হয়েছে।
টেকনাফে একের পর এক অপহরণ সম্পর্কে তিনি আরও বলেন, টেকনাফে অপহরণ হয়েছে, আবার সবাইকে উদ্ধারও করা হয়েছে। সবাই বর্ডারের অবস্থা জানেন। টেকনাফ বর্ডারের মিয়ানমারের অংশ আরাকান আর্মির দখলে চলে গেছে। সেখানে মিয়ানমার সরকারের কোনো আইনশৃঙ্খলা নাই। সরকার দুপক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে। বর্ডার যেন শান্ত থাকে সে জন্য বিজিবি সজাগ আছে। বাংলাদেশ বর্ডার পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আছে।
বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইন্ডিয়ার নিউজের কাউন্টারে ভালো নিউজ করেছেন। আপনারা সত্যিটাই লিখেছেন। যে কারণে দেখেন এখন ইন্ডিয়া থেকে অপপ্রচার কমে গেছে। আমাদের মিডিয়া সত্যি এটা প্রকাশ করলে আমাদের জন্য অ্যাকশন নিতে সুবিধা হয়’।
আই/এ