ফুটবল

মিনেরাকে ৫-০ গোলে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ

কোপা দেল রের শেষ ষোলোয় চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।  

ম্যাচে জোড়া গোল করেছেন আরদা গুলের। একটি করে গোল করেছেন ফেদেরিকো ভালভের্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা ও লুকা মদরিচ।

সোমবার (৭ জানুয়ারি) খেলার পঞ্চম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রস ডি-বক্সে মিনেরার একজন খেলোয়াড় ঠিকঠাক ফ্লিক করতে ব্যর্থ হলে বল চলে যায় ভালভের্দের কাছে। অনায়াসে বল জালে পাঠান এই উরুগুয়েন মিডফিল্ডার। 

ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কামাভিঙ্গা।  ২৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন গুলের। 

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান আরও বাড়ান মদ্রিচ।  ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন গুলের। 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মিনেরাকে | রিয়াল