বিএনপি

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য গুলশানের নিজ বাস ভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮ টার কিছু পরে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাঁর গুলশানের বাসভবন থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওয়ানা হয়েছেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা ঘিরে বিকেল থেকেই দলে দলে নেতাকর্মীরা গুলশানে জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানসহ বিমানবন্দরের পথে রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন স্তরের মানুষকে জড়ো হতে দেখা গেছে।

 

রাত ১০ টায় রয়েল কাতার আমারি এয়ার এ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি রওয়ানা দিবেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা জিয়া