খেলাধুলা

সিলেটকে ১২৫ রানে গুটিয়ে দিলো বরিশাল

স্পোর্টস ডেস্ক

ছবি: ফরচুন বরিশাল

এখনো জয়ের দেখা পায়নি সিলেট। আজ ঘরের মাটিতে ফরচুন বরিশালের বিপক্ষে মুখোমুখি হয়েছে তারা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে ১২৫ রান তোলে সিলেট স্ট্রাইকার্স।

শুরুতেই উইকেট হারিয়ে বসে সিলেট। কাইল মায়ার্সের প্রথম ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ হন রনি তালুকদার। একাদশে সুযোগ পাওয়া রাহকিম কর্নওয়াল চারটি চারে ১৮ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ দিয়ে আউট হন।

রান তোলার চেষ্টা অবশ্য ছিল। তিনে নামা জাকির হাসান খেলেছেন ২৬ বলে ২৫ রানের ইনিংস। জর্জ মুনশি খেলেছেন ক্যামিও। তার ব্যাটে ৩ ছক্কা ও ১ চারে ১৩ বলে ১৮ রান আসে।

অ্যারন জোনস ও জাকের আলী অনিক সিলেটের পক্ষে ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। তবে অধিনায়ক আরিফুল হক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ২৯ বলে ৩৬ রান করে  বিদায় নিয়েছেন এই ব্যাটার। ফাহিম আশরাফের ১৯তম ওভারের প্রথম বলে আরিফুল ফিরলে, তার পরের বলেই আল-আমিনকে ফেরালে অলআউট হয় সিলেট।

তবে সিলেটের মিডল অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। যে কারণে বিশ ওভার খেলার সক্ষমতাও হয়নি দলটির।

বরিশালের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন জাহানাদাদ খান ও রিশাদ হোসেন। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সিলেট স্ট্রাইকার্স | ফরচুন বরিশাল