পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইউনুস খান আফগানিস্তান ক্রিকেট দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে আফগান দলের পরামর্শক হয়ে কাজ করবেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মুখপাত্র সৈয়দ নাসিম সাদাত জানান, এসিবি ইউনুস খানকে বিশেষভাবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য নিয়োগ দিয়েছে।
এর আগে ২০২২ সালে আফগানিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন ইউনুস।
আগামী ফেব্রুয়ারি মাস থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্ট শুরুর আগে আফগানিস্তানের সঙ্গে যোগ দেবেন ইউনুস খান।
এম এইচ//