বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী ভারত শেখ হাসিনার প্রিয় দেশ ছিল। তিনি বলেছিলেন,আমি যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে। শেখ হাসিনা কী দিয়েছেন ভারতকে,যে ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত?
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার দুটি পাসপোর্ট বাতিল হয়ে গেছে। তাহলে কোন পার্সপোর্টের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। অন্তবর্তীকালীন সরকার বিচারের জন্য শেখ হাসিনাকে ভারতকে দেশে পাঠানোর আবেদন করলেও ভারত সরকার তাকে না পাঠিয়ে উল্টো ভিসার মেয়াদ বাড়িয়ে পুরস্কৃত করেছে।
তিনি বলেন, শেখ হাসিনা এদেশের মানুষকে নির্বিঘ্নে শান্তিতে থাকতে দেয়নি। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে আজীবন এ দেশের সম্রাজ্ঞী মহারানি হয়ে থাকতে চেয়েছিলেন। আর এ জন্য তিনি তার মনের মত করে পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছিলেন।
তিনি আরও বলেন, শুধু হত্যা নয়, শেখ হাসিনার লুটপাটের বিচার করতে হবে। শেখ হাসিনা দেশ থেকে দুই হাজার ৮০০ কোটি টাকা লুটপাট করেছেন। সবই জনগণের টাকা।
রহুল কবীর রিজভী বলেন, জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার। সরকারকে দেখতে হবে— মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা, এটিই হচ্ছে ড. ইউনূস সরকারের দায়িত্ব।
জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সংগীত শিল্পী বেবী নাজনীন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক প্রমুখ।
আই/এ