আন্তর্জাতিক

রাখাইনে মিয়ানমার জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৪০

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে বিমান থেকে বোমা হামলা চালায় জান্তা বাহিনী ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।  বুধবার(৮ জানুয়ারি) চালানো ওই হামলায়  অন্তত ৪০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জনআরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা’র বরাত দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস-এএফপি।

বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে সেনাবাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হ।  এতে ওই এলাকায় আগুন ধরে গেলে পাঁচ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে।  বিমান হামলায় ৪০ বেসামরিক নিহত ও ২০ জন আহত হয়েছেন।  

গেলো বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এ অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিল বিদ্রোহী গোষ্ঠটি।  এরইমধ্যে তারা রাখাইনের রাজধানী সিত্তের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে 

গেলো সপ্তাহে জাতিসংঘ বলেছে, মিয়ানমারে চলমান সংঘাতে ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।  চলতি বছর দেশটিতে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।  অন্যদিকে, ২০২৫ সালে দেশটির এক কোটি ৯৯ লাখ জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি মানুষের সহায়তার প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন বিমান হামলা | জান্তা বাহিনী