জাতীয়

থানা থেকে পালানো সেই ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি

হত্যা মামলায় গ্রেপ্তারের পর, রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন

তিনি জানান, গতকাল উত্তরা পূর্ব থানা থেকে গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারিসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও রুজু করেছেন বলেও জানান তিনি।

এদিকে ওসির পালিয়ে যাওয়ার প্রতিবাদে ও তাকে গ্রেপ্তারের দাবিতে আজ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পালানো সাবেক ওসির গ্রেপ্তারের বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, পলাতক সাবেক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সবকয়টি ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেয়া হচ্ছে। খুব দ্রুত তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ওসি