নিউজিল্যান্ডের সিরিজ আগেই নিশ্চিত হয়েছে। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলেও মন্দ হতো না, ভাবছিল হয়তো কিউইরা। তবে লঙ্কানদের সামনে ব্যাট হাতে বেশ বিপাকেই পড়েছিল তারা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯০ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। এই ১৫০ রান তুলতে ২৯.৪ ওভার খেলেছে দলটি।
শ্রীলঙ্কার তিন বোলার ৩ টি করে উইকেট নিয়েছেন; আসিথা ফার্নান্দো, মাহিশ থিকশানা ও ইশান মালিঙ্গা।
মাত্র ২১ রানেই ৫ উইকেট হারানো নিউজিল্যান্ড লজ্জার হার এড়াতে পারবে কি না, তাই নিয়ে ছিল আলোচনা। তবে সেখান থেকে দলকে উদ্ধার করেন মার্ক চ্যাপমান। তিনি একাই ৮১ (৮১) রানের ইনিংস খেলেছেন। বাকি ব্যাটারদের মধ্যে মাইকেল ব্রেসওয়েল ১৩ (২০), নাথান স্মিথ ১৭ (২৯), ম্যাট হেনরি ১২ (৬)- এই ছিল দুই অঙ্কের রান। বাকি সব ব্যাটার এক অঙ্কেই সীমাবদ্ধ ছিলেন।
এর আগে শ্রীলঙ্কার পক্ষে ব্যাট হাতে এসেছে ৩ ফিফটি। পাথুম নিশানকা সর্বোচ্চ ৪২ বলে ৬২ রান করেন। কুশল মেন্ডিস ৫৪ (৪৮), জানিথ লিয়ানাগে ৫৩ (৫২) রান করেছেন। এছাড়াও কামিন্দু মেন্ডিস ৭১ বলে ৪৬ রান করেছেন। বাকি ব্যাটাররাও অল্প অল্প অবদান রেখেছেন।
নিউজিল্যান্ডের পক্ষে ব্যাট হাতে ম্যাট হেনরি একাই ৪ উইকেট নিয়েছেন।
এম এইচ//