উত্তেজনা নিরসনে ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ আপাতত বন্ধ রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
গেলো সোমবার মালদার সুখদেবপুর সীমান্তে বিএসএফ বেড়া নির্মাণ শুরু করলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে বাধা উপেক্ষা করে মঙ্গলবার কিছু সময় ধরে বেড়া নির্মাণ চলে। পরে দুই দেশের সীমান্ত বাহিনীর পতাকা বৈঠকের পর কাজ বন্ধ রাখা হয়। এখনো বেড়া নির্মাণ পুনরায় শুরু হয়নি।
বিএসএফের দক্ষিণ ফ্রন্টিয়ারের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানান, যেহেতু বেড়া নির্মাণটা খুব জরুরি নয়, সেই জন্য উত্তেজনা, সংঘাত ও ভুলবোঝাবুঝি এড়াতে আমরা কাজ বন্ধ রেখেছি। কাজ আবারও শুরু হবে, তবে সঠিক দিনক্ষণ বলতে পারছি না।
বিএসএফের একটি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানায়, গত দুইদিন থেকে বাংলাদেশে-ভারত সীমান্তে যেসব এলাকা অরক্ষিত অবস্থায় আছে, সেসব এলাকায় টহল জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সীমানাতে ক্যাম্প স্থাপনের পাশাপাশি ২৪ ঘন্টা নজরদারি চলছে।
এনএস/