ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অভিযানে ২৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৯ জন। ফলে গাজা উপত্যকায় এক বছরে মোট নিহতের সংখ্যা ৪৬ হাজার ৫৫০ জন ছাড়িয়ে গেছে, আহতের সংখ্যা যেখানে লক্ষাধিক।
রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলে হয়, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫৬৫ জনে পৌঁছেছে। এসব তথ্য জানিয়েছে গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে। পথ-ঘাট ধ্বংস হয়ে যাওয়া এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাব থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
পরিসংখ্যান বলে, ইসরাইলি বাহিনীর হামলায় গত এক বছরে গাজায় নিহতদের বেশিরভাগ শিশু, নারী ও বেসামরিক লোকজন।
এম এইচ//