খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফির জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সিরিজে অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড নেই। তবে চ্যাম্পিয়নস ট্রফির দলে দুজনেই আছেন। মূলত পিতৃত্বকালীন ছুটি, ওদিকে গোড়ালির চোটে আক্রান্ত কামিন্স। মাসল নিয়ে ভুগছেন হ্যাজেলউড। এসব কারণে লঙ্কান সফরে বিশ্রাম দেয়া হয়েছে এই দুইজনকে।

সোমবার (১৩ জানুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট খেলবেন এমন দুই ক্রিকেটার আছেন এই দলে; ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি।

প্রধান নির্বাচক জর্জ বেইলি দল নিয়ে বলেন, ‘সবশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফল সফর এবং পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি হোম সিরিজের সঙ্গে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামঞ্জস্যপূর্ণ একটি দল গঠন করা হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিচার করে একাদশ সাজানোর সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।‘

পেস নির্ভর বোলিং আক্রমণ সাজিয়েছে অস্ট্রেলিয়া। কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও নাথান এলিস আছেন সেখানে। এছাড়াও ব্যাটিং-বোলিং, বিশেষ করে অলরাউন্ডিং পারফরম্যান্স দেয়ার মতো খেলোয়াড় রয়েছে অজিদের দলটিতে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেইন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন অস্ট্রেলিয়া দল | স্কোয়াড