তিন ঘণ্টারও বেশি সময় পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার পর রেল চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম।
এর আগে সকাল ৬টা ৫০ মিনিটের সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি সরদহ স্টেশনের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর দুইটি চাকা লাইনের বাইরে এসেছে। উদ্ধার কাজ চলছে।
জেএইচ