পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ জানুয়ারি) দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম তাদের আয়কর নথি জব্দের আবেদন করেন। শুনানির সময় দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বক্তব্য দেন। শুনানি শেষে আদালত নথি জব্দের আদেশ দেন।
এর আগে গেলো ৮ জানুয়ারি আদালত বেনজীরের স্ত্রী জিশান মির্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসার আয়কর নথি জব্দের নির্দেশ দেন।
২০২২ সালের ১৫ ডিসেম্বর দুদক বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপন করেছেন।
তাদের বড় মেয়ে ফারহীন ৮ কোটি ৭৫ লাখ টাকার এবং ছোট মেয়ে তাহসিন ৫ কোটি ৫৯ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
২০২২ সালের ৩১ মার্চ একটি দৈনিক পত্রিকায় বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে আদালতের আদেশে তার এবং পরিবারের সব স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়।
আদালতের নির্দেশ অনুসারে তাদের ব্যাংক হিসাব ও কোম্পানিতে থাকা শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বেনজীর ও তার পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
এসি//