এখন বাংলাদেশ দলের খেলোয়াড় হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে কবে খেলবেন, তা এখনো জানা যায়নি। এরমধ্যে হামজার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। হামজার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি। এ সময় তার সঙ্গে আরও বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেসের ম্যাচ অনুষ্ঠিত হয়। হামজার দল লিস্টারের সেই ম্যাচ উপভোগ করেন বাফুফে সভাপতি। ম্যাচ শেষে হামজার পরিবারের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজাকে পাবে কি না বাংলাদেশ, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে হামজা বাংলাদেশের জন্য খেলতে মুখিয়ে আছেন।
বাফুফে সভাপতির সঙ্গে হামজা ও তার পরিবারের এটি সৌজন্য সাক্ষাৎ ছিল।
এম এইচ//