রাজধানীর হাজারীবাগ বাজারের একটি চামড়ার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আটকে পড়া ব্যাক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে সহযোগিতায় পুলিশ, সেনাবাহিনী এ বিজিবিকে মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ১৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, শুরুতে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে যুক্ত হয় আরও ৭ ইউনিট। ইতোমধ্যে আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসের মইবাহী গাড়ি বা টার্ন টেবিল ল্যাডার।
আগুন নেভাতে গিয়ে পানি সংকটে পড়ে উদ্ধারকারীরা। তাদের সহায়তা ওয়াসার গাড়িকে ঘটনাসস্থলে পাঠানো হয়েছে।
জানা যায়, সাত তলা ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সে আগুন ছড়িয়ে পড়েছে ওই ভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায়। ওই এলাকার আশপাশ কালো ধোয়ায় ছেয়ে গেছে। এতে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে।
অগ্নিকাণ্ডে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভেতরে কয়েকজনের আটকে পড়ার শঙ্কা রয়েছে।
আই/এ