লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপের ঘনিষ্ঠ সম্পর্ক ফাটল ধরে। যা ছিলো একদম প্রকাশ্য।
এবার নেইমার নিজ মুখেই দাবি করলেন মেসিকে হিংসা করতেন এমবাপ্পে।
২০১৭ সালে এমবাপ্পে এবং নেইমার পিএসজিতে নাম লেখান। এরপর ২০২১ সালে বার্সেলোনা থেকে ‘ফ্রি এজেন্ট’ মেসি পাড়ি জমান পিএসজিতে। আর্জেন্টাইন তারকা আসার পর থেকেই নাকি এমবাপের আচরণে পরিবর্তন আসতে শুরু করে। এমনটাই দাবি করেছেন নেইমার।
সম্প্রতি সাবেক ব্রাজিলিয়ান তারকা রোমারিওর সঙ্গে এক পডকাস্টে কথা বলেন নেইমার। সেখানে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা নেইমারকে এমবাপ্পের সম্পর্কে জিজ্ঞাসা করেন।
“আমরা জুটি গড়ে ভালো কয়েকটি বছর কাটিয়েছি। কিন্তু মেসি আসার পর সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়ে…আমাদের মধ্যে লড়াইও হয়, তার আচরণে পরিবর্তন আসে।”
এই তিন তারকার কেউই এখন পিএসজিতে খেলেন না। প্যারিসের ক্লাবটি থেকে প্রথম চলে যান লিওনেল মেসি; নাম লেখান ইন্টার মায়ামিতে। এরপর নেইমার চলে যান সৌদি আরবে আল হিলালে। সবশেষ চলতি মৌসুমে কিলিয়ান এমবাপ্পেও পিএসজি ছেড়ে খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে।