বলিউডে একের পর এক অঘটন ঘটেই চলেছে। নতুন বছর শুরু হতে না হতেই তারকাদের জীবনে ঘটছে নানা বিপত্তি, জেরবার মায়ানগরী। সাইফ আলি খানের ছুরিকাহত হওয়ার ঘটনার রেশ এখনও টাটকা। এর মধ্যেই জানা গেছে, ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন কাপূর।
জানা গেছে, জমজমাট ভাবে শুটিং চলছিল ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবির। ভূমি পেডনেকার ও অর্জুন কাপুরও গানের দৃশ্যে মত্ত। মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল শুটিং চলাকালীন, হঠাৎ ছাদ থেকে ভেঙে পড়ে চাঙড়। সেই সময় একটি গানের শুটিং চলছিল। অর্জুন ছাড়াও এ ঘটনায় জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজ়িজ়।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া এমপ্লয়িজ়-এর অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাউন্ড সিস্টেম থেকে কম্পনের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। যা অনুষ্ঠানস্থলের কাঠামোকে দুর্বল করে দিয়েছিল। দুবে জানান, শব্দের কম্পনের কারণে সেটটি কেঁপে ওঠে। যার ফলে সামনের অংশটি পড়ে যায়।
ঘটনাটিতে শুটিং সেটের নিরাপত্তা এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আটকাতে কঠোর নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন। কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় শুটিংয়ের জন্য ব্যবহৃত পুরোনো জিনিস ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই পুরোনো লোকেশনগুলো প্রায়ই শুটিংয়ের জন্য ব্যবহৃত হয়। তবে অনেক সময় শুটিংয়ের আগে জায়গাটির নিরাপত্তা ঠিকমতো যাচাই করা হয় না।’
বিজয় গঙ্গোপাধ্যায় আরও বলেছেন, ‘পরিচালক আহত হয়েছেন। ডিওপি মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে গেছে এবং আমার কনুই ও মাথায় আঘাত লেগেছে। ভাগ্যক্রমে কেউ গুরুতর আহত হয়নি। এমনকী, আমাদের ক্যামেরা অ্যাটেনডেন্টেরও শিরদাঁড়ায় চোট লেগেছে।’
পরিচালক বিজয় গঙ্গোপাধ্যায় বলেন, আমরা মনিটর করছিলাম। হঠাৎ ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ভাগ্যক্রমে, পুরো ছাদ ভেঙে পড়েনি। পুরোটা আমাদের উপর পড়লে আঘাত গুরুতর হত। ঘটনাটি ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিএমসিকে চিঠি লিখে জানিয়েছেন অশোক।
জেএইচ