সম্প্রতি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ক্রিকেট ম্যাচে মাঠে দেখা গিয়েছে মালাইকা অরোরাকে। তার পাশেই ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারা। তাদেরকে একসঙ্গে দেখার দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে নানা চর্চা। অনেকেই প্রশ্ন তুলছেন , তবে কি তারা একে অপরের সঙ্গে প্রেম করছেন।
এমন পরিস্থিতিতে আবারও নতুন আলোচনার সূত্রপাত হয়েছে মালাইকার সম্পর্ক নিয়ে। গেলো বছর দীর্ঘ পাঁচ বছর একসঙ্গে থাকার পর মালাইকা অরোরা এবং অর্জুন কাপূর নিজেদের সম্পর্কের ইতি টেনেছিলেন। তাদের বিচ্ছেদের পর বেশ কিছুদিন গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছিল এবং অর্জুনও এক অনুষ্ঠানে গিয়ে নিজের একাকীত্ব ও অবসাদ নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন। তবে মালাইকা কখনোই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তাকে সর্বদাই চুপচাপ থাকতে দেখা গেছে।
মালাইকা ও কুমার সঙ্গকারার সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন ওঠার মধ্যে অর্জুন কাপূর তার সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট শেয়ার করেন। তার এই পোষ্টের মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অর্জুন তার পোস্টে লিখেছেন, "ধৈর্য রাখার একমাত্র পথ হল বিষয়টিকে মেনে নেওয়া এবং তার উপর বিশ্বাস রাখা। সেটি যেমনই হোক তেমনভাবে গ্রহণ করা উচিত। আমাদের চারপাশকে বাস্তবের চশমা দিয়ে দেখা উচিত।" পোস্টের শেষে তিনি আরও লিখেন, "নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যে পথে চলছেন, তার উপরও বিশ্বাস রাখুন।"
মালাইকা আরোরা এবং অর্জুন কাপূরের এই পাঁচ বছর একসঙ্গে থাকার পর তাদের সম্পর্কের অবসান নিয়ে এখনও যেনো জলঘোলা চলছেই , কমানোর কোনো নাম নেই।
এসকে//