আবাসন খাত বর্তমানে দেশের সার্বিক শিল্পোয়ন্নণে অন্যতম প্রধান নিয়ামক হিসেবে বিবেচিত। আর অব্যাহত এই অগ্রগতি ত্বরান্বিত করতে প্রবাসীরাও এগিয়ে আসছেন। এর মাধ্যমে বাড়ছে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ যৌথ উদ্যোগে, অথবা ব্যক্তিগত উদ্যোগে বিদেশের মাটিতে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করছেন।
এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের আজমানে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান এন আই রিয়েল এস্টেট কোম্পানি।
গেলো শুক্রবার (১৭ জানুয়ারি) আজমানের আল রুমিলা এলাকায় এর উদ্বোধন করেন কোম্পানির লোকাল স্পন্সর শেখ আহমেদ সুলতান বিন আলী রাশিদ আল নাঈমি।
এ সময়ে প্রতিষ্ঠানটির পরিচালক মো. ইব্রাহিম সিআইপি, প্রতিষ্ঠানটির পার্টনার ও আজমার লেবার কমিউনিটির মার্কেটের পরিচালক মো. শাহজাহান ছাড়াও উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, আদনান আজিম, মোহাম্মদ নাসির, হাবিবুল্লাহসহ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।
এর আগে, প্রতিস্টানটির উদ্বোধন উপলক্ষ্যে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পর্ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
এমআর//