ফুটবল

মেসির পেশাদারিত্ব ও শিক্ষার অভাব আছে!

‘আপনাকে আমি একজন খেলোয়াড় হিসেবে অনেক সম্মান করতাম।  কিন্তু আপনি যেভাবে আমার দেশকে ছোট করেছেন। তা আপনার পেশাদারিত্ব ও শিক্ষার অভাবকে বুঝায়। ’

লিওনেল মেসিকে নিয়ে এভাবেই মন্তব্য করেছেন সাবেক মেক্সিকান ফুটবলার আদোলফো বাউতিস্তা।

দুইদিন আগে মেক্সিকান ক্লাব, ক্লাব আমেরিকার মুখোমুখি হয়েছিলো ইন্টার মায়ামি।  সেই ম্যাচের ৩৪ মিনিটে একটি গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।

গোলের পর উদযাপনের সময় ক্লাব আমেরিকার সমর্থকদের উদ্দেশ্য করে প্রথমে হাতের তিনটি আঙ্গুল দেখান মেসি।  যা দিয়ে তিনি আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ বুঝিয়েছেন। এরপর আঙ্গুল দিয়ে শূন্য দেখান। যা দিয়ে বুঝিয়েছেন মেক্সিকোর কোন ট্রফি নেই।

মেসির এই উদযাপন ভালো ভাবে নিতে পারেননি সাবেক মেক্সিকান তারকা বাউতিস্তা। ইন্সটগ্রাম স্টোরিতে মেসির সাথে নিজের একটি ছবি পোস্ট করেছেন বাউতিস্তা।  সেই ছবিতে মেসিকে ট্যাগ করে আর্জেন্টাইন তারকার শিক্ষা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

 

বাউতিস্তা ও মেসি এখন পর্যন্ত এক বার মুখোমুখি হয়েছে। ২০১০ বিশ্বকাপে রাউন্ডঅফ সিক্সটিনে। সেই ম্যাচে মেক্সিকোকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। 

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষা | পেশাদারিত্ব