বিনোদন

হুইল চেয়ারে রাশমিকা মান্দানা, কী হয়েছে অভিনেত্রীর?

বায়ান্ন বিনোদন ডেস্ক

তেলেগু, কন্নড় ও তামিল ভাষার অসংখ্য হিট ছবির নায়িকা রাশমিকা মান্দানা ছবি: সংগৃহীত

অভিনয় ক্যারিয়ারে দুর্দান্ত আর ‘সোনালী সময়’ পার করছেন তেলেগু, কন্নড় ও তামিল ভাষার অসংখ্য হিট ছবির নায়িকা রাশমিকা মান্দানা।

২০২৪ সালের শেষের দিকে মুক্তি পাওয়া মারপিটধর্মী ধারাবাহিক চলচ্চিত্র পুষ্পা ২: দ্য রুল–এ শ্রীভাল্লী চরিত্রে অভিনয় করেন।

এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রে বেশ কয়েকটি বক্স-অফিস রেকর্ড গড়ে। চলচ্চিত্রটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর তালিকায় শীর্ষ স্থান দখল করে।

‘পুষ্পা’ ছবির অভাবনীয় সাফল্যের পর রাশমিকার জনপ্রিয়তা রাতারাতি আকাশ ছুঁয়েছে। ছবিতে তাঁর ‘শ্রীভাল্লি’ অবতার নজর কেড়েছে দর্শকদের।

আর ‘সামি সামি’ গানে রশ্মিকার নাচ জনপ্রিয়তা পেয়েছে।

এই উন্মাদনার মধ্যে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতেও দেখা যাবে নায়িকাকে। হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ফিল্ম দুনিয়াতেও তাঁর হাতে রয়েছে একাধিক ছবি।

তাই দম ফেলার সময় নেই নায়িকার। বর্তমানে বলিউডও কাঁপাচ্ছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।২০২৫ সালের জন্যও হাতে আছে বিগ বাজেটের কয়েকটি সিনেমা।নুতন বছরের শুরুতে সালমান খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন হালের এই বলিউড সেনসেশন।

এরইমধ্যে পায়ে গুরুতর আঘাত পান। তার পায়ের আঘাতজনিত কারণে সালমানের সঙ্গে জুটি বেধে করা  ছবির শ্যুটিংও আপাতত সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ছাভা’ সিনেমাতে রাশমিকার ফার্স্ট লুক। শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনী অবলম্বনে তৈরি ছবিটি মুক্তি পাচ্ছে আসছে ১৪ ফেব্রুয়ারি।

লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ছাবা’ ভারতীয় যোদ্ধা-রাজা ছত্রপতি শিবাজীর পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত।ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন দক্ষিণী এই অভিনেত্রী।

সেখানে তাঁর মারাঠি রানি রূপে অবতীর্ণ অভিনেত্রী। মাথায় ঘোমটা, চোখে আগুন! আর ছাবাতে শিবাজি হলেন ভিকি কৌশল।

বুধবার (২২ জানুয়ারি) মুক্তি পায় ‘ছাভা’ সিনেমাটির ট্রেলার।এই ট্রেলার দেখার মুহূর্তটাকে কিছুতেই ছাড়তে চান না দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী।তিনি এতটাই  কাজের প্রতি যত্নবান যে, আহত পায়েই ছবির প্রচার করতে রাজি হয়ে গেলেন।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, হুইল চেয়ারে বসেই হায়দরাবাদ থেকে মুম্বাই বিমানবন্দরে হাজির হয়েছেন রাশমিকা মান্দানা। আর সেখান থেকেই সোজা ছবির প্রচারে।

টাইমস অফ ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, বছরের শুরুতে জিম করার সময় পায়ে চোট পেয়েছেন রাশমিকা।

চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যটিং সেটে ফিরতে চান তিনি, ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শ্যটিংয়ের কাজ। এর জন্য হাঁটতেও পারছেন না তিনি, চলাচল করতে হচ্ছে হুইলচেয়ারে।

এমনকী, এই চোটের কারণেই সলমনের সিকান্দার ছবির শুটিং থেকে কয়েকদিন বিরতি নিয়েছেন তিনি। তারই মাঝে ‘ছাবা’ ছবির প্রচার ও ট্রেইলার।

আর এই ট্রেইলার দেখতে মুম্বাই আসার সময় বিমানবন্দরে হুইল চেয়ারে বসা অবস্থায় তার ছবি ভাইরাল হয়ে যায়।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন রাশমিকা