আন্তর্জাতিক

ট্রাম্পের নতুন প্রতিরক্ষামন্ত্রী

হেগসসেথ যৌন সহিংসতার অভিযোগকারীকে ৫০ হাজার ডলার দিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

পিটার হেগসসেথ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসসেথ তাঁর বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগকারীকে ৫০ হাজার ডলার দেয়ার কথা স্বীকার করেছেন। হেগসসেথের স্বীকারোক্তি পত্রের একটি কপি মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস, এপি’র হাতে এসেছে।  

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মার্কিন সিনেটে মনোয়ন নিশ্চিত করার প্রক্রিয়া চলাকালীন ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক পার্টির সিনেটর এলিজাবেথ ওয়ারেনকে লিখিতভাবে এ তথ্য দিয়েছেন হেগসসেথ মনোনয়ন যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়ারেন তাঁর কাছে এ বিষয়ে বাড়তি প্রশ্ন রেখেছিলেন   

এদিকে গতকাল বৃহস্পতিরবার হেগসসেথের আইনজীবী টিমোথি পার্লেটর যৌন সহিংসতার অভিযোগকারীকে দেয়া ৫০ হাজার ডলারের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।  

তবে গেল নভেম্বরে হেগসসেথ ও অভিযোগকারীর মধ্যে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছিলেন আইনজীবী টিমোথি পার্লেটর । অন্যদিকে গেলো সপ্তাহে মনোনয়ন নিশ্চিত করা সংক্রান্ত শুনানি চলাকালে হেগসসেথ দাবি করেন, তাঁর বিরুদ্ধে ‘মিথ্য অভিযোগ’ তোলা হয়েছিল এবং তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন।     

শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের মনোয়ন নিয়ে সিনেটে ভোটাভুটির কথা রয়েছে। আর এই সময় যৌন সহিংসতার অভিযোগকারীকে ৫০ হাজার দেয়ার বিষয়টি সামনে আসলো।   

ডেমোক্রেট সিনেটরদের পাশাপাশি দুইজন রিপাবলিকান সিনেটর হেসসেথের মনোয়ন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। ট্রাম্পের নতুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান ও দ্বিতীয় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে।   

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্পে