বাংলাদেশ

মাতারবাড়ীকে মেগা বন্দরে রূপান্তরে আগ্রহী সৌদি কোম্পানি

বায়ান্ন প্রতিবেদন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন রেড সি গেটওয়ে টার্মিনালের নির্বাহী চেয়ারম্যান আমির এ আলীরেজা ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

মাতারবাড়ীকে অন্যতম বৃহৎ গভীর সমুদ্রবন্দর হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন রেড সি গেটওয়ে টার্মিনাল। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন রেড সি গেটওয়ে টার্মিনালের নির্বাহী চেয়ারম্যান আমির এ আলীরেজা।

বিশ্বমানের টার্মিনাল সরবরাহকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং মাতারবাড়ী বন্দরের পরিচালনায় সহযোগিতা করতে চায়।

বৈঠকে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান বলেন, মাতারবাড়ী বন্দরে তাদের বিনিয়োগ পরিকল্পনা রয়েছে এবং এটি এই অঞ্চলের প্রধান শিপিং হাবে পরিণত হবে।

কোম্পানিটিকে বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য সহায়তা এবং দেশের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

আলীরেজা আরও জানান, পতেঙ্গা টার্মিনালের সক্ষমতা বাড়াতে কোম্পানিটি প্রায় ২০০ মিলিয়ন ডলার (প্রায় ২০ কোটি টাকা) বিনিয়োগ করার পরিকল্পনা করেছে এবং সম্প্রতি চীন থেকে কন্টেইনার হ্যান্ডলিং ক্রেনসহ অন্যান্য সরঞ্জাম আমদানি করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জাতিসংঘে ঢাকার স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন মাতারবাড়ী | সৌদি মালিকানাধীন রেড সি গেটওয়ে টার্মিনাল | প্রধান উপদেষ্টা