ভারতের কর্ণাটক রাজ্যে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হবে। দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে নাজমা নামে বাংলাদেশি এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রামামূর্তি নগরের কালকেরের এবটি লেক থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহত ওই তরুণী বিবাহিত ছিলেন এবং তার স্বামী বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন।
রাজ্যের পুলিশ কর্মকর্তা বলেন, নিহত ওই নারী গত ৬ বছর ধরে স্বামীর সঙ্গে ভারতে বসবাস করছিলেন। তার স্বামীর বৈধ পাসপোর্ট নিয়ে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন যে তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে। তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিহতের মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার ওপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে, সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে।
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
আই/এ