আন্তর্জাতিক

মেক্সিকো উপসাগরের নাম পাল্টে দিলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকো উপসাগর

এখন থেকে মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নাম হবে গালফ অব আমেরিকা বা আমেরিকা উপসাগর আর যুক্তরাষ্ট্রের আলাস্কার ডেনালি পর্বত শৃঙ্গের নতুন নাম মাউন্ট ম্যাককিনলে।

ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিভাগের বরাতে শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।  

শুক্রবার এক বিবৃতিতে অভ্যন্তরীণ বিভাগ বলেন, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী গালফ অফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নাম হবে গালফ অব আমেরিকা বা আমেরিকা উপসাগর। এছাড়া উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নতুন নাম হয়েছে মাউন্ট ম্যাককিনলে।

গেলো ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাগ্রহণের প্রথম দিনেই একাধিক নির্বাহী আদেশে সই করেন তিনি।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন মেক্সিকো