প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন নোমান আলী। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে এই কীর্তি গড়েছেন নোমান। ম্যাচের ১২তম ওভারে কেভিন সিনক্লেয়ারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন নোমান।
এই কীর্তি গড়ে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে হ্যাটট্রিককারীদের সম্মানজনক তালিকায় উঠে এসেছেন নোমান। তিনি পঞ্চম পাকিস্তানি বোলার হিসেবে এই অর্জন নিজের করেছেন। সর্বপ্রথম ১৯৯৯ সালে ওয়াসিম আকরাম শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি হ্যাটট্রিক করেছেন। একটি লাহোরে, অপরটি এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঢাকায়।
এরপর, ২০০০ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেন আবদুল রাজ্জাক। দুই বছর পর, অর্থাৎ ২০০২ সালে লাহোরে সেই লঙ্কানদের বিপক্ষে মোহাম্মদ সামি হ্যাটট্রিক করেন। সবশেষ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিটে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ। এই দিনগুলোর কথা আজ ফিরিয়ে এনেছেন নোমান আলী।
নোমান পরে নিয়েছেন আরও ৩ উইকেট। সবমিলিয়ে ৬ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ১৬৩ রানে অলআউট করতে দারুণ ভূমিকা রেখেছেন এই স্পিনার।
এমএইচ//