নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুটি পক্ষ। ভয়াবহ এই সংঘর্ষে টেঁটার আঘাত ও গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
আজ রোববার (২৬ জানুয়ারি) রায়পুরা উপজেলার বাশগাড়ি চরাঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সূত্র ধরেই সকালে সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি।
নিহতদের মধ্যে আলম নামে একজনের নাম জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হওয়ার খবর শুনেছি। দুপক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে।
বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আতিয়ার রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুলের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের অনুসারীরা রোববার সকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
জেএইচ