সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় শুক্রবার নাইজেরিয়া সেনাবাহিনীর অন্তত ২০ সদস্য মারা গেছেন। উত্তর পূর্ব বোর্নো প্রদেশের মালাম ফাতারি এলাকায় থাকা সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালালে এই ঘটনা ঘটে।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বেঁচে যাওয়া এক সেনা সদস্য জানায়, অন্তত তিনঘণ্টা ধরে এই হামলা চলে।
সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম ও পশ্চিম আফ্রিকা প্রদেশে থাকা আইএসডব্লিউএপি’র যোদ্ধারা মূলত বোর্নো প্রদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। এদের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য মারা যাওয়ার পাশাপাশি অনেকে বাস্তুচ্যুত হয়েছেন।
নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের বরাতে রয়টার্স জানায়, নিহতের মধ্যে একজন কমান্ডিং অফিসার আছেন। পশিচম আফ্রিকা প্রদেশে থাকা আইএসডব্লিউএপি’র সশস্ত্র যোদ্ধারা ট্রাকে করে মালাম ফাতোরিতে থাকা নাইজেরিয়া সেনাবাহিনীর ১৪৯ ব্যাটালিয়নে হামলা চালায়।
এনএস/