জাতীয়

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিতপরবর্তীতে এ জাতীয় ঘটনা ঠেকানোর জন্য সরকার চেষ্টা করবে বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে এসব কথা বলেন তিনি।

গতকালের সংঘর্ষের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এগুলো তো অনাকাঙ্ক্ষিত। এগুলো এভয়েড (এড়ানো) করার জন্য আমাদের আরও বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা আমরা করব

এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান,পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেছেন। পরিস্থিতি সামলাতে যতটুকু দরকার, সেই অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করা হয়েছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো। আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশও করেন তিনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আইন উপদেষ্টা