চীন ও ভারতের মধ্যে "সন্দেহ"র পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার (২৭ জানুয়ারী) বেইজিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহবান জানান।
ওয়াং বলেন, গেল অক্টোবর মাসে প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর থেকে, দুইদেশ ইতিবাচক যোগাযোগ বাড়িয়েছে। চীন-ভারত সম্পর্ক উন্নত করার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে।
চীন এবং ভারতকে সুযোগটি গ্রহণ করতে হবে। একে অপরের কাছাকাছি আসতে হবে। আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক সমর্থন এবং পারস্পরিক অর্জনের প্রতি অঙ্গীকার করতে হবে। পারস্পরিক সন্দেহ থাকবে না।
এসময় দুই দেশের পার্থক্যগুলোর সঠিকভাবে ব্যবস্থাপনার বিষয়ে সম্মত হয়ে মিশ্রি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতার পুনরায় সূচনা করতে হবে। তিনি বলেন, ভারত চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন করতে প্রস্তুত। শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে চীনের কাজ সম্পূর্ণ সমর্থন করবে ভারত।
ওয়াং বলেন, "বিক্রম মিশ্রির নেতৃত্বে এটাই শেষ বিদেশী প্রতিনিধি দল। যাদেরকে চীনারা ড্রাগনের বছরে স্বাগত জানিযেছে। এটি এক নতুন এক সূচনা সঙ্কেত দেয়। তিনি আশা করেন দুদেশের এসব পরামর্শ এবং বোঝাপড়া সফল হবে।
এসময় ব্যক্তিগতভাবে বিভিন্ন স্তরে যোাগাযোগের বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর অবদান স্মরণ করেন বিক্রম মিশ্রি। তিনি বলেন, ভারত সরকার চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে চায়।
এনএস/