অপরাধ

অপহৃত জেলেরাই আটক করলো ৩ বনদস্যুকে

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ করে বনদস্যুরা। পরে সেই অপহৃতরাই প্রতিরোধ গড়ে তুলে অস্ত্রসহ আটক করে তিন বনদস্যুকে। তারা সবাই বনদস্যু মজনু বাহিনীর সদস্য বলে জানা গেছে।

সোমবার (২৭ জানুয়ারি) সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন বনদস্যুকে আটক করে দুবলার চরে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে জেলেরা। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

দুবলার চরের জেলে মহাজনরা জানান,রোববার সন্ধ্যা ৭টার দিকে মাছ ধরা অবস্থায় মান্দারবাড়িয়া এলাকা থেকে ওই সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায় আটক দস্যুরা।

জেলে জালাল উদ্দিন জানান,  নিজেদের বাঁচাতে তারা সুযোগ বুঝে বনদস্যুদের উপরে ঝাঁপিয়ে পড়েনহঠাৎ আক্রমণের কবলে পড়ে চার বনদস্যু পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে পানি থেকে তিনজনকে আটক করতে সক্ষম হনএকজনকে আর খুঁজে পাওয়া যায়নি।

আটক বনদস্যুরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, বাগেরহাটের মোংলার আমড়াতলার মুন্না ও জাহাঙ্গীর।

আই/এ