আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের নিয়ে ট্রাম্পের প্রস্তাবের প্রশংসা ইসরাইলি অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ

গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিশরে নেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রশংসা করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

বেজালেল বলেন,  ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করছেন।  সোমবার ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইসরাইলি পার্লামেন্টে বেজালেলের দল রিলিজিয়াস জিওনিস্ট পার্টির সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষ্যে সাংবাদিকের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

শনিবার যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুরোপুরি পরিষ্কার করতে মিশর ও জর্ডানকে আরো বেশি করে বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিকদের নেয়ার আহ্বান জানায় ট্রাম্প। 

ট্রাম্প বলেন, আমি চাই জর্ডান, মিশর ও আরব দেশগুলো গাজা থেকে আরও ফিলিস্তিনিদের গ্রহণ করুক। আমরা সম্ভবত এখানে ১৫ লাখ মানুষ নিয়ে কথা বলছি। আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার/সাফ করে ফেলি। ওই ভূখণ্ড নিয়ে শত বছরেরও বেশি সময় ধরে একের পর এক সংঘাত হয়েছে। এই সমস্যার সমাধানে সেখানে কিছু একটা হওয়া উচিত

তবে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখান করে মিশর ও জর্ডান জানিয়েছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়ন কোনভাবেই মেনে নেওয়া হবে না।  মিশর ও জর্ডানের পাশাপাশি গাজার সশস্ত্র সংগঠন হামাসও ট্রাম্পের এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, ট্রাম্পের এই প্রস্তাব মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের সমান। 

 

এনএস/ 

 

  

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিনিদের