বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে। সিনেমা কিংবা ওয়েব সিরিজে অভিনয়ের জন্য নয়, বেশিরভাগ সময় তিনি শিরোনামে আসেন রিল লাইফের বাইরের নানা ঘটনার জন্য। এবারও তার ব্যতিক্রম হল না।
অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় বিরূপ মন্তব্য করে নেটদুনিয়ার কটাক্ষের মুখে পড়তেই এবার সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শাখরুখ খান, সালমান খানদের সঙ্গে নিজের তুলনা টানলেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তেলেগু ভাষার ‘ডাকু মহারাজ’ সিনেমায় ‘দাবিডি দিবিডি’ গানের সঙ্গে
তার নাচ নিয়ে নেটজেনদের কটাক্ষ সম্পর্কে অভিনেত্রী উর্বশী বলেন, “আসলে ব্যাপারটা হল, আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি, আমার ফেভারিট দুই সুপারস্টার শাহরুখ খান, সালমান খানকেও কটাক্ষ করতে ছাড়ে না মানুষ।
আপনিই বলুন, এনিয়ে তাহলে আমার আর কী করার আছে!” তাঁর এমন মন্তব্যেও উঠেছে বিতর্ক আর সমালোচনার ঝড়।
নরেন্দ্র মোদি, শাহরুখ, সালমানের সঙ্গে নিজের তুলনা টানায় উর্বশীকে একহাত নিয়েছে নেটিজেনদের একাংশ। তাদের অনেকের দাবি, অন্য দুনিয়াতেই বসবাস উর্বশীর! আগেও, একাধিক একের পর এক বিতর্কের জালে জড়িয়ে পড়েছেন বলিউডের এই অভিনেত্রী।
তেলেগু ভাষার ‘ডাকু মহারাজ’ সিনেমায় ‘দাবিডি দিবিডি’ গানে পারফর্ম করে সমালোচিত হওয়ার অন্যতম কারণ নায়িকার বাবার বয়সী নায়ক নন্দমুরি বালাকৃষ্ণ।
৬৪ বছর বয়সী এই তারকার সঙ্গে উর্বশীর আবেদনময়ী নাচ মেনে নিতে পারেননি নেটিজেনদের একাংশ। তার নাচের ভঙ্গিকে ‘অশ্লীল’ আখ্যা দিয়েছেন অনেকেই।
কেউ লিখেছিলেন, ‘এমন অশ্লীল নাচ কীভাবে নাচতে পারে নায়িকা? একজন এই ভিডিও শেয়ার করে লিখেছেন, এ কী দেখতে হচ্ছে?
এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তাও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে? কোরিওগ্রাফার যতই এইসব শেখাক না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারে? অত্যন্ত কুরুচিকর।’’
প্রখ্যাত চিত্র সমালোচক কমল আর খান নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা থাকা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল সিনেমা তৈরি করতে পারেন তো! বাবার বয়সী হিরোর সঙ্গে এ কী অশ্লীল নাচ’!
আর এতেই চটে যান অভিনেত্রী। চিত্র সমালোচক কমলের এমন মন্তব্য হেলায় উড়িয়ে দেননি নায়িকা। জবাবে লিখেছেন, ‘দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি তারাও অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের? যারা দিনরাত পরিশ্রম করছেন। প্রকৃত ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’
এর পরই গেলো ১৫ জানুয়ারি বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন অভিনেতা।
সম্প্রতি অভিনেত্রী উর্বশী রাউতেলাকে সাইফ আলি খানের উপর ছুরিহামলা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাব দেওয়ার সময় নিজের হাতের দামী ঘড়িটির কথা শোনাতেই যেন বেশি ব্যস্ত ছিলেন উর্বশী!
বিনোদন সাংবাদিকের ওই প্রশ্নের জবাবে উর্বশী বলেছিলেন, “বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। ডাকু মহারাজ (তাঁর মুক্তি পাওয়া ছবি) বক্স অফিসে ১০৫ কোটির ব্যবসা করে ফেলেছে।
আমার মা হিরে বসানো এই রোলেক্স ঘড়িটা দিয়েছে। বাবা আঙুলে পরার ঘড়ি উপহার দিয়েছে। এখন তো এসব পরতেই ভয় লাগছে। আবার কখন হামলা হয়!”
উর্বশীর এমন প্রতিক্রিয়ায় সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। এমন স্পর্শকাতর বিষয়ে অভিনেত্রীর এধরনের মন্তব্য মেনে নিতে পারেননি অনেকেই।
পরে অবশ্য ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে ক্ষমাও চান অভিনেত্রী। তাই এক সাক্ষাৎকারে উর্বশী জানান, সাইফের ওপর হামলা হয়েছিল মধ্যরাতে। তারপরের দিন সকাল হতে না হতেই তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তখনো গোটা বিষয়টা তিনি নাকি হজমই করে উঠতে পারেননি।
তবে উর্বশীর এই মন্তব্যে বিশেষ লাভ হয়নি। বরং তাঁকে ‘বিউটি উইদাউট ব্রেইনস’ অর্থাৎ ‘সুন্দরী, কিন্তু নির্বোধ’ বলে খোঁচা দেওয়া হয়। এবার সেই কটাক্ষের শিকার হয়েই নতুন করে মুখ খুললেন তিনি।
সাইফ আলি খানের হামলার বিষয়ে বিরূপ মন্তব্যে সমালোচনার ঝড় শেষ না হতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন উর্বশী রাউতেলা।
কারণ, ভাইরাল সেই ভিডিওতে উর্বশীকে পোশাক বদলাতে দেখা যায়। নেটিজেনদের অনেকেই সেই আপত্তিকর দৃশ্যের ভিডিওটি দেখে রীতিমতো উদ্বেগে পড়ে যায়।
এমন ব্যক্তিগত মুহূর্ত কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে চিন্তা করতে থাকেন তারা। এবার সেই ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী রাউতেলা। কীভাবে সেই ভিডিও হল, কেন ছড়িয়ে পড়ল, সব জানিয়েছেন তিনি।
উর্বশী বলেন, ‘নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন আমাদের ছবি নিয়ে কোনো হাইপ নেই, আলোচনা নেই। এই ছবির জন্য তাদের জমি বিক্রি করতে হয়েছে। তারা এও বলেছিল, এই ছবি নিয়ে শোরগোল তৈরি করতে না পারলে তারা দেনার দায়ে রাস্তায় এসে দাঁড়াবে।
উর্বশী আরও বলেন, তিনি এসে আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং আমাদের অনুমতি নেন। এটা সিনেমার দৃশ্য এমনই ছিল, আমরা আলাদা কিছু শুট করিনি।
এটা সিনেমার একটি দৃশ্যই ছিল, তাই তিনি বলেছিলেন যদি আমরা এটি আরও আগে মুক্তি দিতে পারি কিনা।
উর্বশী জানান, প্রযোজকদের কথা ভেবে ছবির প্রচারের জন্য এমনটা করেন উর্বশী। ‘ঘুষপেটিয়া’ নামের এক ছবির অংশ ওই দৃশ্য।
এমআর//