খেলাধুলা

শেফিল্ড ইউনাইটেডের 'বাংলাদেশি ব্লেড' হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক

ছবি: শেফিল্ড ইউনাইটেড

‘বাংলাদেশি ব্লেড’

বাংলাদেশী বংশদ্ভুত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে এভাবেই পরিচয় করিয়ে দিলো ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেড। দলটি ইংলিশ ফুটবলে দ্বিতীয় স্তরে খেলে। এই দলের নিকনেম ‘দ্য ব্লেডস’।

হামজা লেস্টার সিটির পক্ষে খেলেন। ক্লাবটি থেকে তাকে ধার করে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড। তবে চুক্তিতে এই মিডফিল্ডার স্থায়ীভাবে শেফিল্ডে থেকে যেতে পারবেন সেই শর্ত উল্লেখ করা আছে।

হামজার সঙ্গে লেস্টার সিটির চুক্তির এখনো আড়াই বছর বাকি। তবে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে তেমন সুযোগ পাচ্ছেন না ২৭ বছর বয়সী এই ফুটবলার। চলতি মৌসুমে লেস্টারের হয়ে খেলেছেন ৬টি ম্যাচ।  

ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে এখন ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে শেফিল্ড।  এই ধারাবাহিকতা ধরে রাখলে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে পারবে দলটি।  

অন্যদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলেও খেলবেন হামজা।  গেলো ১৯ ডিসেম্বরে হামজাকে জাতীয় দলে খেলতে পারার অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।  সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে এএফসি বাছাই পর্বে  ভারতের বিপক্ষে  লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন এই ফুটবলার।  

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন হামজা চৌধুরী