ক্যাম্পাস

হার্ডিঞ্জ স্কুলের ১১১তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামরাই প্রতিনিধি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে শতবর্ষী স্কুল হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ১১১তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ৯ টায় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই ১১১তম ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি বছরের সব সময়ই ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি বলে মন্তব্য করেন।

পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।

বিদ্যালয় সিনিয়র শিক্ষক শহিদুল্লাহ লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা, সিনিয়র শিক্ষক ওমর ফারুক প্রমুখ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন হার্ডিঞ্জ স্কুল