খেলাধুলা

ম্যাচ জিতে ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

শুধু গোল দিয়ে নয়, ম্যাচ জিতেও রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে ক্যারিয়ারের ৭০০তম ম্যাচ জিতলেন রোনালদো। সৌদি প্রো লিগে আল-রায়েদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসর। আর এতেই রোনালদোর ঝুলিতে ৭০০ টি ম্যাচ জেতার রেকর্ড ঢুকেছে।

রোনালদো একটি গোলও করেছেন গতকাল, যা আল নাসরের হয়ে তার ৯৪ ম্যাচে ৮৫তম গোল। আর ক্যারিয়ারে সবমিলিয়ে ৯২১তম গোল।

রোনালদোর গোলের হিসেবটা একপাশে রাখলে, আসে তার ম্যাচ জয়ের হিসেব। আর সেখানেই ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৭০০তম ম্যাচ জয়ের রেকর্ড নিজের নামে লিখেছেন এই পর্তুগিজ তারকা।

স্পোর্তিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদো সেখানে ১৩ ম্যাচ জিতেছেন। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন ২১৪ ম্যাচ। রোনালদো সবচেয়ে সফল ছিলেন রিয়াল মাদ্রিদে। রিয়ালের হয়ে ৩১৬ ম্যাচ জেতেন তিনি। এরপর ২০১৮ সালে যোগ দেন জুভেন্টাসে, সেখানে ৯১ ম্যাচে জয় লাভ করেন। বর্তমানে আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৬৬ টি ম্যাচ জিতেছেন। সবমিলিয়ে ৭০০তম ম্যাচ জয়ের অর্জন নিজের করেছেন রোনালদো।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ক্রিস্টিয়ানো রোনালদো