জাতীয়

ছাত্রলীগ প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ যদি ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করে তাহলে পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলা ঘিরে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন,  বইমেলা কেন্দ্র করে গত সরকারের আমলে সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা এখন কারামুক্ত আছে। তাদের বিষয়ে কোনো নজরদারি থাকবে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এরকম যারা সন্দেহভাজন আছেন তাদের পুলিশ নজরদারিতে রাখছে

বইমেলায় শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, কোনো বিস্ফোরক দ্রব্য বা মাদক যাতে মেলার মধ্যে না ঢুকতে পারে সেজন্য তল্লাশি চলবে, ডগ স্কোয়াডও কাজ করবে। এছাড়া মেলা চলাকালীন বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে বা দিনে কোনো ভারী যান চলতে পারবে না। দর্শনার্থীদের উপস্থিতি বিবেচনা করে দোয়েল চত্বর সিগন্যাল কখনও খোলা বা বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।

সাজ্জাত আলী বলেন, মেলায় কোন ধরণের উসকানিমূলক বই যেন না আসে সে বিষয়ে বাংলা একাডেমির সাথে মিটিং হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ডিএমপি