গাজায় চতুর্থ দফা বন্দি বিনিময় প্রক্রিয়ায় আজ শনিবার (০১ ফেব্রয়ারি) ইসরায়েলি কারাগার থেকে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। এর বিপরীতে হামাস তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুক্তি পাওয়া ইসরায়েলি বন্দিদের মধ্যে রয়েছেন ওফের কালদেরন, কিথ সিগেল এবং ইয়ার্ডেন বিবাস।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরায়েলের কারাগার থেকে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে বলে জানানো হয়েছিল। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে। এই বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে উভয় পক্ষই তাদের নাগরিকদের ফিরে পাওয়ার চেষ্টা করছে। এর আগে গত বৃহস্পতিবার হামাস থাইল্যান্ডের পাঁচজন নাগরিক এবং তিন ইসরায়েলিকে মুক্তি দিয়েছিল, যার বিনিময়ে ইসরায়েল ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, চিকিৎসার প্রয়োজনে ৫০ জন ফিলিস্তিনিকে মিশরের সঙ্গে সংযুক্ত রাফাহ ক্রসিং দিয়ে গাজা ত্যাগ করার অনুমতি দেয়া হবে।
এসব ঘটনার মধ্যেই ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। জেনিন এবং তুলকারেম শরণার্থী শিবিরসহ বিভিন্ন ফিলিস্তিনি সম্প্রদায়কে লক্ষ্য করে গত সপ্তাহে দুই ডজনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১৪,৬৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১১ হাজার ৫৮০ জন আহত হয়েছে। অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দী হয়েছিল।
এসি//