খেলাধুলা

রাজশাহীর পারিশ্রমিক ইস্যু সমাধান না হলে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের খেলা ভালো প্রশংসিত হলেও, মাঠের বাইরে চলছে বিতর্ক। অভিযোগ উঠেছে স্পট ফিক্সিংয়ের মতো ঘটনার।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারদের সঙ্গে জরুরি সভা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই সভায় বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

দুর্বার রাজশীর খেলোয়ারদের পারিশ্রমিক ইস্যুতে কথা বলেছেন উপদেষ্টা আসিফ। তিনি বলেন, আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।

বিপিএল আয়োজনে কোনো অবহেলা হয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়াও তিনি জানিয়েছেন, স্পট ফিক্সিং ইস্যুতে অ্যান্টি করাপশন ইউনিটকে সহযোগিতা করতে আলাদা কমিটি গঠন করতে যাচ্ছে বিসিবি।  

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বিপিএল | আসিফ মাহমুদ