বাংলাদেশ

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত থাকছে

আন্তর্জাতিক ডেস্ক

সংসদে বাজেট পেশ করছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

গেলো ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর থেকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে ভারতের টানাপোড়েন শুরু। তবে এসব টানাপোড়েন স্বত্বেও ভারতের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে।   

২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের জন্য ভারতের বরাদ্দ ছিল ১২০ কোটি রুপি। এবারের বাজেটেও সেই বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে মালদ্বীপের জন্য ভারতের বাজেট এবার বেড়েছে। ৪৭০ কোটি থেকে বেড়ে সাহায্যের পরিমাণ হয়েছে ৬০০ কোটি রুপি।

অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়ে থাকে ভুটান। তবে এবার দেশটি গতবারের তুলনায় বরাদ্দ কম পেয়েছে। ২০২৪–২৫ অর্থবছরে ভুটানের বরাদ্দ ছিল ২ হাজার ৫৪৩ কোটি ৪৮ লাখ রুপি, ২০২৫–২৬ অর্থবছরের জন্য বরাদ্দ হয়েছে ২ হাজার ১৫০ কোটি।

এ ছাড়া নেপাল ও শ্রীলঙ্কার বরাদ্দ অপরিবর্তিত আছে, যথাক্রমে ৭০০ কোটি ও ৩০০ কোটি রুপি। আর মরিশাস পাবে ৫০০ কোটি, আফগানিস্তান ১০০ কোটি, মিয়ানমার ৩৫০ কোটি।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে বাজেট পেশ করেছেন। 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | বাজেটে | বাংলাদেশের | জন্য | বরাদ্দ | অপরিবর্তিত | থাকছে