রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং এর পেছনে (উত্তর দিকে) ছয়তলা ভবনটি ভাঙা হচ্ছে। পেছনের ভবনটির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ৩২ নম্বরের বাড়ি অনেকটাই গুঁড়িয়ে দিতে দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে,বঙ্গবন্ধুর বাড়িসহ পেছনের ওই ছয়তলা ভবনে শত শত মানুষ ঢুকছেন। কেউ কেউ ভেতর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন। আর ভবনটির ভেতর থেকে হাতুড়ির আঘাতে নানা কিছু ভাঙার শব্দ শোনা যাচ্ছে।
ওই ভবন থেকে যেসব জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, এর মধ্যে বেশির ভাগই শেখ মুজিব ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে লেখা কিংবা পরিবারের সদস্যদের লেখা বই রয়েছে। কেউ এসব বইয়ের কার্টন নিয়ে বের হচ্ছিলেন, কারও কারও হাতে ছিল কয়েকটি করে বই।
ভাঙারি পণ্য হিসেবে বিক্রয় করা যাবে—এমন স্টিল, লোহা ও কাঠের নানা কাঠামো ভেঙে যে যাঁর মতো নিয়ে যাচ্ছেন । স্টিল ও লোহার কাঠামো ভবন থেকে ভেঙে ভেঙে কয়েকজনকে নিচে ফেলতেও দেখা যায়। এছাড়া রিক্সা কিংবা ভ্যানে করে এসব ধ্বংসাবশেষ অনেকেই নিকটস্থ ভাঙারির দোকানে নিয়ে যেতেও দেখা গেছে।
এসব নিয়ে কি করবেন জানতে চাইলে আল আমিন নামের এক ব্যক্তি জানান, ভাঙ্গারির কাছে এসব বিক্রি করলে কিছু টাকা পাবেন। এগুলো বিক্রি করে কিছু ভালোমন্দ খাবেন তিনি।
ভবনে থাকা ফার্নিচারের ভাঙা অংশ নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি জানান, এসব কাঠের টুকরা তিনি ভাঙা অবস্থায় পেয়েছেন। এগুলো তিনি রান্নার কাজে লাগাবেন।
বাড়িতে অবস্থানরত শিক্ষার্থীদেরও এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে দেয়া যায়।
এর আগে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। অগ্নিসংযোগ দিয়ে বাদ যায়নি শেখ হাসিনার সুধা সদনও।
আই/এ