পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুইজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোঃ শাহাদাত হাওলাদার (২২)ও মোঃ মাহফুজ মোল্লা (২১), ছাত্রলীগের দুই কর্মী এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
তিনি জানান, মোঃ শাহাদাত হোসেন বরিশালের একটি কলেজে অর্থনীতি বিষয়ে সম্মান ২য় বর্ষের ছাত্র ও মোঃ মাহফুজ মোল্লা বরিশালের অপর একটি কলেজের ডিগ্রীতে অধ্যায়নরত । ধানমন্ডিতে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙ্গে পুড়িয়ে দেয়ার ঘটনায় ফেসবুক ও ইউটিউব সেলিব্রেটি নুরুজ্জামান কাফির তৈরি বিভিন্ন ভিডিও কন্টেন্ট দেখে তারা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে কাফির বসতঘর পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে।
পুলিশ সুপার জানান, তাদের পরিকল্পনা মতে গত ১২ ফেব্রুয়ারি মোঃ শাহাদাতের পূর্ব পরিচিত একটি দোকান হতে ৫০০ টাকার ডিজেল ক্রয় করে। পরে আমতলি উপজেলা হতে ভাড়া করা একটি মোটর সাইকেলে করে তারা ০২ (দুই) জনে কাফিদের বসতবাড়ি এলাকায় রাত অনুমান ১২.৩০ দিকে পৌঁছে কাফির বাড়ির আশেপাশে অবস্থান নেয়।
পরবর্তীতে সুযোগ বুঝে সুবিধামত সময় রাতের আধারে ডিজেল কাফিদের বসতঘর ও রান্না ঘরের দেয়ালে, চালে, কাঠে ও টিনের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিয়ে আসামী শাহাদাতের সাথে থাকা ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দিয়ে নিজেদের ব্যবহৃত মোবাইলে ভিডিও ধারন করে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঐদিন সকালেই বাসযোগে বরিশাল চলে যায়।
এ পুলিশ কর্মকর্তা জানান, আগুনের ঘটনার পর এ সংক্রান্তে বিভিন্ন তথ্য ও প্রযুক্তির সহায়তায়, বিভিন্ন এলাকার সিসিটিভি ভিডিও ফুটেজের মাধ্যমে মূল পরিকল্পনাকারী ও সহযোগীকে সনাক্ত করে। পরে আসামীদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ পূর্বক গ্রেপ্তারের জন্য পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা শেষে গতকাল রাতে আসামীদেরকে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ টিম গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ঘটনার কাজে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ
গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনায় কোন ইন্ধনদাতা, সহায়তাকারী বা অর্থযোগানদাতা যেই জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ