চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া শারমিন শান্তা। শনিবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে ভারতের চেন্নাইয়ে রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শান্তা ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। বিষয়টি গণমাধ্যমকে বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতিকা কাফি নিশ্চিত করেছেন।
তিনি জানান,শান্তা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। উন্নত চিকিৎসার আশায় তাকে ভারতে নেয়া হয়েছিল। গেল ৬ মে সেখানে তার লিভার প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করা হয়। কিন্তু অস্ত্রোপচারের পর থেকেই শান্তা অচেতন ছিলেন। অবশেষে প্রায় এক মাসের লড়াই শেষে পৃথিবীকে বিদায় জানান শান্তা।
শোকবার্তায় আতিকা কাফি আরও বলেন, শান্তা অত্যন্ত মেধাবী ও ভদ্র ছাত্রী ছিল। তার এই অকালপ্রয়াণ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবার যেন এই শোক সয়ে উঠতে পারেন সেই দোয়া করি।
এসকে//