সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিত শিক্ষার্থীরা আবারও মহাসড়ক অবরোধ করেছেন। তারা নতুন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে এ অবরোধের কারণে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কে তাদের অবরোধের কারণে ঢাকাসহ ১৬ জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে। পণ্য ও যাত্রীবাহী যানবাহনগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে।
শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ সিরাজগঞ্জের কমিটি ভুয়া ভুয়া, ভুয়া কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে। আমরা ঘটনাস্থলে আছি।
অবরোধকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নিবে- ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন।
এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) পদবঞ্চিত এই শিক্ষার্থীরা একই কারণে মহাসড়ক অবরোধ করেন।
এমএইচ//