ফুটবল

'নতুন ক্লাসিকোয়' আজ মুখোমুখি রিয়াল-ম্যানসিটি

চ্যাম্পিয়নস লিগ মানেই যেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির দ্বৈরথ। এবারসহ গত চার মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়ে আসছে সিটি-রিয়াল।  বার বার মুখোমুখি হওয়ায় এই দুই দলের লড়াইকে ‘নতুন ক্লাসিকো’ বলছেন ফুটবল ভক্তরা। 

তবে শেষ তিন বছরের দুবার এই দুই দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে এবং একবার কোয়ার্টার ফাইনালে। এর মধ্যে ২০২১-২২ এবং ২০২৩-২৪ মৌসুমের দ্বৈরথ অনেক দিন মনে রাখার মতো ছিল। 

কিন্তু এবার পরিবর্তিত সংস্করণে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে শেষ ষোলোতে যাওয়ার নকআউট লড়াইয়ে। অর্থাৎ আগেভাগেই বিদায় নিতে হবে দুই পরাশক্তির একটিকে।

বাংলাদেশ সময় আজ রাত দুইটায় ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়াল | সিটি | ক্লাসিকো