ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের অন্য দেশে পাঠিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও উন্নয়ন কাজ চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা্ম্পের প্রস্তাবকে এক ‘কেলেঙ্কারি’ বলে আখ্যায়িত করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।
মার্কিন সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়, রোববার(৯ ফেব্রয়ারি) নির্বাচন-পূর্ব একটি বিতর্কে চ্যান্সেলর শলৎজ এ মন্তব্য করেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ট্রাম্পের পরিকল্পনা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। ওয়াশিংটন থেকে ‘অনেক বাগাড়ম্বর’ করা হচ্ছে, এমন ইঙ্গিত দেন তিনি।
গাজা পুনর্গঠন করে এটিকে ‘মধ্যপ্রাচ্যের সমুদ্রসৈকতে’ পরিণত করার ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে জার্মান চ্যান্সেলর বলেন, ‘এটি একটি কেলেঙ্কারি। পাশাপাশি এটি সত্যিকারেই এক ভয়ানক অভিব্যক্তি।’
ওই বিতর্ক অনুষ্ঠানে ওলাফ শলৎজ আরও বলেন, ‘গাজার জনগণকে অন্যত্র স্থানান্তর করা হবে অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ এ বিষয়ে মিসর ও জর্ডানের অবস্থানের প্রতি সমর্থন প্রকাশ করেন তিনি।
এদিকে, ওলাফ শলৎজের প্রধান প্রতিদ্বন্দ্বি ফ্রেডরিক মার্জ বলেন, ‘আমিও (ট্রাম্পের প্রস্তাবকে) একই রকম মূল্যায়ন করি।’ মার্জ আরও বলেন, ‘এটি মার্কিন প্রশাসনের কাছ থেকে আসা একগুচ্ছ প্রস্তাবের একটি, যা নিশ্চিতভাবেই হতাশাজনক। তবে অপেক্ষা করতে হবে ও দেখতে হবে যে, ওই প্রস্তাব দিয়ে প্রকৃতপক্ষে কী বোঝানো হয়েছে এবং কীভাবে এটি কার্যকর হয়। সম্ভবত এতে অনেক বাগাড়ম্বর রয়েছে।’
এমআর//