পাহাড়সম রান তাড়া করতে গিয়ে ম্যাচ জয়ের রেকর্ড খুব বেশি নয়। দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতেছে পাকিস্তান। যেখানে বড় ভূমিকা ছিল অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও তাইয়্যেব তাহিরের। দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। দুজনেই ছিলেন অপরাজিত। ৩৫০ রানের বেশি তাড়া করে এর আগে কখনো ম্যাচ জেতেনি রিজওয়ানরা।
পাকিস্তানের প্রথম ৩ উইকেটের পতন হয় ৯১ রানে। এরপর লম্বা রেসের ঘোড়া হয়ে হাজির হন দুই ব্যাটার। শেষ পর্যন্ত ১২৮ বল খেলে ১২২ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। তার ইনিংসে ছিল ৯ চার ও ৩ ছক্কা। অন্যদিকে ১০৩ বলে ১৩৪ রানে অপরাজিত ছিলেন সালমান আগা। তার ইনিংসে ছিল ১৬ টি চার ও ২ ছক্কা।
ম্যাচ জয়ের পর রিজওয়ান স্মরণ করেন সৃষ্টিকর্তাকে। তিনি বলেন, 'আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে। আমরা তাদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। তবে ক্লাসেন (৮৭ রান) সেটা সাড়ে তিন শতে নিয়ে গেল। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলছিল, এ রকম রান আমরা আগেও তাড়া করেছি। কেউ কেউ বলল ৩৪০ রানও তাড়া করেছি আমরা।'
ফিল্ডিংয়ে উন্নতির মাধ্যমেই জেতে চ্যাম্পিয়ন দলগুলো। সংবাদ সম্মেলনে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন রিজওয়ান।
আগামী ১৪ ফেব্রুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।
এমএইচ//