ভ্যালেন্টাইন্স ডে সদ্য পেরিয়েছে। এখনও বাতাসে প্রেমের আবেশ। পরীমণিকেও সেই আবেশ ছুঁয়ে গেছে। সামাজিকমাধ্যমে তার একটি পোস্ট সে দিকেই ইঙ্গিত দিচ্ছে। অভিনেত্রী লিখেছেন, ‘রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নীচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা স্বয়ং বিল গেটস, সবাই তার প্রাণের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে।’
বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে এই নায়িকার সময়। এরই মধ্যে ভালোবাসা দিবসের পরদিন জানালেন তার 'ভ্যালেন্টাইন' এর কথা! যার সঙ্গে তার অনুরাগীদের পরিচয় করে দেবেন বলে এক ফেসবুক পোস্টে আগাম বার্তাও জানিয়ে দেন পরী।
এ ঘোষণার পর রাত ১০ টায় লাইভে এসে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরীমনি। সেই ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নন। তারা সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ! যেখানে মূলত, বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায়।
পরীমণি বলেন, বডি হচ্ছে এমন একটা প্রোজেক্ট, যেটা কিনা আমার ভালোবাসা দিয়ে সাজানো। সমস্ত ভালোবাসা দিয়েই এটা তৈরি। শুধু মা এবং বাচ্চাদের জন্য। কারণ আপনারা মা হিসেবে আমাকে এত বেশি ভালোবাসেন, পছন্দ করেন; এত বেশি অ্যাপ্রেসিয়েট করেন—আমার মনে হয় মাদারহুডের যে জার্নিটা আমি করেছি, সেই জার্নিতে যেভাবে যেভাবে সাফার করেছি, যে প্রবলেমগুলো আমি মোকাবিলা করেছি—সেগুলোকে অনেকটা সহজ করে দিবে বডি।
জেএইচ